যতো ভালবাসা পেয়েছি,
তোমার কাছ থেকে। দুষ্টু এই মন চায়,
আরো বেশি পেতে। কি জানি,
তোমার মধ্যে কি আছে। কেনো যে এ মন চায়,
তোমাকে আরো বেশি করে কাছে পেতে॥
ভালোবাসা তো যায়না টাকা দিয়ে কেনা,
ভালোবাসা তো যায়না হীরা মুক্তা দিয়ে গড়া।
দুটি মনের আকুলতায় যে বন্ধন হয়,
তাকেই তো ভালোবাসা কয় ।
@@@@@@@@@@@
“তুমি রবে আমি রব,
আর রবে না কেউ।
Sms পাঠাবে তুমি উঠবে
প্রেমের ঢেউ।”
পুরো পৃথিবীকে ব্রেকআপ দিবো।
শুধু একবার বল,
ভালোবাসিস আমায়?
প্লীজ বল পেত্নি।
তুমি আমার রঙিন স্বপ্ন শিল্পীর রঙে ছবি,
তুমি আমার ছাঁদের আলো, সকাল বেলার রবি,
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কূল,
তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল
তেরাে বছর বয়স তােমার,
সতেরাে বছর বয়স আমার।
তােমার বাবাকে বলবো আমি,
জামাই হতে চাই আপনার।”
জীবন এক বিরক্তিকর অধ্যায়।
তবুও পরবর্তী পরিচ্ছেদে
তুমি আছ ভেবে পাতা উল্টাই।
মানুষ মানুষের জন্য,
পাখি আকাশের জন্য,
সবুজ প্রকিতির জন্য,
পাহাড় ঝর্নার জন্য,
ভালোবাসা সবার জন্য,
আর তুমি শুধু আমার জন্য ।
তােমার বাবার শাসানিতে
ভয় আমার নাই।
বুকে পেয়েছি তােমায় আমি।
আর কি আমার চাই?”
আমি যদি রাবার হতাম তোমার
জীবনের সব কষ্ট গুলো মুছে দিতাম………. .
আর যদি পেন্সিল হতাম তোমার
জীবনের সুখ গুলো সুন্দর ভাবে লিখে দিতাম.
রাতের আকশে তাকালে দেখি লক্ষ তারার মেলা,
এক চাঁদকে ঘিরেই যেন তাদের যত খেলা,
বন্ধু অনেক পাওয়া যায় বাড়ালেই হাত,
আমার কাছে তুই যে বন্ধু ওই আকাশের চাঁদ ।
“একটি গাছ দুটি গােলাপ,
গােলাপ দুটি লাল।
তােমায় আমি ভালােবাসি
থাকবাে চিরকাল।”
ভুল তোমার ছিলো তুমি বুঝতে পারোনি,
রাগ আমারও ছিলো কিন্তু আমি দেখায় নি।
ভুলে যেতে আমিও পারতাম,
কিন্তু চেষ্টা করিনি,
কারণ ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি।
তোমার জন্য রইলো আমার সপ্নে ভেজা ঘুম
একলা থাকা শান্ত দুপুর রাত্রি নিঝুম
তোমার জন্য রইলো আমার দুস্টু চোখের ভাষা,
মনের মাঝে লুকিয়ে রাখা অনেক ভালোবাসা
তেতুলের পাতা জিরি জিরি,
লেবুর পাতা গন্ধ।
তোমার আমার ভালােবাসা
হবে নাতো বন্ধ।”
ভালোবাসার অর্থ কি?
বলতে পারিস??
ভালোবাসার অর্থ যদি হয় সারাদিন তোকে
মিস করা তাহলে ভালোবাসি তোকে…!!
ভালোবাসার অর্থ যদি হয় চোখ বুজলেই তোর
মুখটি আকাশের মতো ভেসে উঠা তাহলে ভালোবাসি তোকে…!!
ভালোবাসার অর্থ যদি হয় সারাক্ষণ তোর
স্মৃতিতে ডুবে থাকা তাহলে ভালোবাসি তোকে……
আবার যদি বৃষ্টি নামে
আমিই তোমার প্রথম হবো,
লেপটে যাওয়া শাড়ির মত
অঙ্গে তোমার জড়িয়ে যাবো ।
“সাগরের এত জল,
বালতিতে কি ভরা যায়।
প্রেমের এত কথা,
SMS-এ কি লেখা যায় ।”
মিষ্টি চাঁদের মিষ্টি আলো,
বাসি তোমায় অনেক ভালো.
মিটি মিটি তারার মেলা,
দেখবো তোমায় সারাবেলা.
নিশিরাতে শান্ত ভুবন,
চাইবো তোমায় সারাজীবন.
যতো ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে,
দুষ্টু এই মন চায় আরো বেশী পেতে,
কি জানি তোমার মধ্যে কি আছে,
এই মন চায় তোমাকে আরো বেশী কাছে পেতে ।
“ভালবাসলে বিয়ে করবাে।
রাগ করলে কিস করবাে।
কাছে থাকলে আদর করবাে।
দূরে থাকলে মিস করবাে।”
টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুন মিষ্টি,
কী অপরুপ সৃষ্টি দেয় জুড়িয়ে দৃষ্টি,
বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধয়ে,
মনটা নাচে ছন্দে উতলা আনন্দে,
জানু তোমার জন্য
আজকের এই দিন গুলো কাল সৃতি হয়ে যাবে,
মনের খাতায় কোন পাতায় লেখা হয়ে যাবে,
কালকে এই পাতা গুলো একটু উল্টে দেখো-
আবসা সব সৃতির মাঝে আমায় খুঁজে পাবে ।
“জলে যখন নেমেছি,
মাছ তখন ধরবাে,
ভালাে যখন বেসেছি,
বিয়ে তথন করব।”
ভালবেসে এই মন,
তোকে চায় সারাক্ষন।
আছিস তুই মনের মাঝে,
পাশে থাকিস সকাল সাঝেঁ।
কি করে তোকে ভুলবে এই মন,
তুই যে আমার জীবন।।
তোকে অনেক ভালবাসি
সপ্নে তুমি আসো কেনো দেখা দাও না
তোমায় আমি ভালোবাসি তুমি কেনো বুঝো না,
একবার বলোনা তোমায় আমি ভালোবাসি
তাহলে স্বর্গের সুখ এনে দিতে পারি ।
“দুষ্টুমি নয় Really
ফাজলামি নয় Seriously
ধোঁকা নয় সত্যি
Story নয় বাস্তবতা
আমি অন্য কাউকে নয়
তোমাকে বলছি- I LoveYou”
চোখে আছে কাজল কানে আছে দুল,
ঠোট যেন রক্তে রাঙা ফুল,
চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,
এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।
যত দূরে যাওনা কেনো আছি তোমার পাশে,
তাকিয়ে দেখো আকাশ পানে, ঘুম যদি না আসে ।
কাছে আমায় পাবে তুমি হাত বাড়াবেই যেই,
যদি না পাও জানবে সেদিন আমি যে আর নেই ।
“মেঘ চায় বৃষ্টি,
চাঁদ চায় নিশি,
মন বলে আমি তোমায়
অনেক ভালোবাসি..!!”
জোনাকির আলো জেলে ইচ্ছের ডানা মেলে.
মন চায় হারিয়ে যাই.
কোনো এক দুর অজানায়.
যেখানে আকাশ মিশে হবে একাকার.
আর তুমি ”রাজকুমারী“ হবে শুধু আমার.
রাতে চাঁদ দিনে আলো,
কেনো তোমায় লাগে ভালো ?
গোলাপ লাল কোকিল কালো
সবার চেয়ে তুমি ভালো ।
আকাশ নীল মেঘ সাদা
গোয়াল ঘরে তুমি বাঁধা ।
“আজকে তুমি রাগ,
করেছ কষ্ট পাবো তাতে।
কালকে যদি না থাকি,
রাগ দেখাবে কাকে।”
কি আছে তোর মাঝে বুঝি না……
শুধু অনন্ত কাল তোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে……
ইচ্ছে করে সারা জীবন তোকে দেখি…….
কি অদ্ভুত ভালবাসা ……..
কি অদ্ভুত সম্পর্ক …….
সব কিছু ভুলে যাই যখন তোর ঐ মায়াভরা মুখের দিকে তাকাই …….
আমি আমার নিজেকে হারিয়ে ফেলি তোর মাঝে……..সত্যি রে..!
তুমি যদি ৮০ বছর বাঁচো, তবে ৭২০ টা পূর্ণিমা পাবে, ১৬০ টা ঈদ পাবে,
৮০ টা জন্মদিন পাবে, ২/৩ টা সূর্য গ্রহন ও পাবে,
তবে আমার মত লাভার পাবে না ।
Missing Missing মন তােমার।
Kissing Kissing ঠোট।
Lovely Lovely চোখ তোমার।
Sweety Sweety হাঁসি।
তাই তো বলছি তোমায় আমি,
ভিষন ভালবাসি…”
চোখের আড়াল হতে পার মনের আড়াল নয়,
মন যে আমার সব সময় তোমার কথা কয়,
মনকে যদি প্রশ্ন কর তোমার আপন কে ?
মন বলে এখন তোমার লেখা পড়ছে যে !
আমি মেঘের মত চেয়ে থাকি
চাঁদের মত হাসি
তারার মত জ্বলে থাকি
বৃষ্টির মত কাঁদি
দূর থেকে বন্ধু শুধু
তোমার কথাই ভাবি…
“আকাশের আজ মন খারাপ,
সে অঝোর ঝরায় ঝরছে।
বদ্ধ ঘরের অন্ধকারে,
কেবল তোমারি
কথাই মনে পড়ছে।”