Bangla love sms 2022 ভালোবাসার এসএমএস romantic status caption Bangla love sms

  I Love U Jaan Shayari For Every Lover



Bangla love sms status


তুমি আমাকে যতই কষ্ট দাও…….

আমি তোমাকে আপন করে নেবো,

তুমি আমাকে যতই দুঃখ দাও……

আমি সেই দুঃখকেই সুখ ভেবে নেবো,

তুমি যদি আমাকে ভালোবাসা দাও…..

তোমাকে এই বুকে জড়িয়ে নেবো,

আর কখনও যদি তুমি আমাকে ভুলে যাও,

আমি তোমাকে সারাটি জীবন…….

নিরবে ভালোবেসে যাবো…….



প্রেম মানে হৃদয়ের টান

প্রেম মানে একটু অভিমান

দুটি পাখির একটি নীড় 

একটি নদীর দুটি তীর

দুটি মনের একটি আশা

তার নাম ভালোবাসা



“তােকে ভালােবাসবাে শত

বারনেও, তাের থেকে দূরে

যাবাে না হাজার কারনেও!”



ভালবাসা মানে আবেগের পাগলামি,,

ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি ।

ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা,,

ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা



সপ্ন আমার অনেক ছিলো বন্ধু তোমায় ঘিরে

সপ্ন দিয়ে কেনো তুমি আসলে না আর ফিরে

মন যে আমার অচিন পাখি নেই তার কোন খোঁজ

বন্ধু তোমায় মনে পড়ে সকাল সন্ধ্যা রোজ ।



“নতুন বছরে পুরানাে প্রেমে

নতুন করে ডুবি।

নতুন বছরে তােকে

আবার নতুন করে খুঁজি।”




শীতের চাদর জড়িযে,

কুয়াশার মাঝে দাড়িয়ে,

হাত দুটো দাও বাড়িয়ে,

শিশিরের শীতল স্পর্শে যদি,

শিহরিত হয় মন।

বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।




নীল আকাশে তারার মেলা

মধ্য রাতে চাঁদের খেলা

স্নিগ্ধ সকাল শিশির ভেজা

শুধু দেখো আমার প্রেমে কত মজা ??



“রাতে চাঁদ দিনে আলো,

কেনো তোমায় লাগে ভালো ?

গোলাপ লাল কোকিল কালো

সবার চেয়ে তুমি ভালো।”



এক পৃথিবীতে চেয়েছি তোমাকে,

এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে ,

যদি কাছে আসতে দাও,

যদি ভালবাসতে দাও,

এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে



নীল আকাশে তারার মেলা

মধ্য রাতে চাঁদের খেলা

স্নিগ্ধ সকাল শিশির ভেজা

শুধু দেখো আমার প্রেমে কত মজা ??




“তুমি আমার জীবনের,

এমন জায়গায় আছাে,

যে হাজার কষ্ট দিলেও

আমি তােমাকে, কোনদিনও

ভুলতে পারবাে না।

B

দিন যায় দিন আসে,

সময়ের স্রোতে ভাসে.

কেউ কাঁদে কেউ হাঁসে,

তাতে কি যায় আসে.

খুঁজে দেখো আশে পাশে,

কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালবাসে……



“আমার মনে তােমার জন্য,

যে জায়গা টা আছে সেটা

কেউ নিতে পারবে না…”



অভিমানি বন্ধু তুমি কিছু বুজনা

কি করে বুঝাবো তোমায় মনের বেদনা

তোমাকে কি সব কথা খুলে বলতে হয় ?

এমন কিছু কথা আছে যা বুজে নিতে হয় ।।



রাতের আকাশে তাকালে দেখি লক্ষ্য তারার মেলা,

এক চাঁদকে ঘিরেই যেন তাদের যত খেলা..

বন্ধু অনেক পাওয়া যায় বাড়ালেই হাত,

আমার কাছে তুই যে বন্ধু ..

ওই আকাশের চাঁদ…..!



কিছু কথা কিছু পরিচয়

ক্ষণিকের হয়,

কিছু ব্যাথা কিছু সৃতি

ভুলার নয়

কিছু মানুষ কিছু বন্ধু

চিরদিনের হয়।



“তাের থেকে যত দুরেই

থাকিনা কেনো।

মনটা সব সময় তাের

কাছে পরে থাকে।”



সারা শহর খুঁজে বেড়াই,

তোমার যদি দেখা পাই,

চোখ বুজলেই তোমায় দেখি,

খুললে দেখি তুমি নাই…



নিলিমার অপেক্ষায় ওই নীল

মেঘের অপেক্ষায় ওই আকাশ

রাতের অপেক্ষায় ওই চাঁদ

বসন্তের অপেক্ষায় ওই কোকিল

আর তোমার মিষ্টি হাতের

এসএমএস এর অপেক্ষায় আমি ।





খবর নিতে পারিনা

সময় নাই বলে,

দাওয়াত দিতে পারিনা

বেশি খাও বলে,

শুধু Sms করি ভালবাসি বলে!


Bangla romantic sms kobita




রোজ সকালে রোদ পোহাতে,

তোমার বাড়ি যাই.

ধর বন্ধু আমার ঘরে,

শীতের কাঁথা নাই…..



মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে

বলোনা কোথায় রাখি তোমায় লুকিয়ে

থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে

যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে

আমি যা ভালোবাসি শুধুই তোমাকে ।



পৃথিবীর যত সুখ যত

ভালোবাসা সবটুকু দিবো

আমি তোমায়…

আমার একটাই আশা

তুমি ভূলে যেও না আমায়।

বড় বেশী ভালবাসি তোমায় !!



আবার যদি বৃষ্টি নামে —

আমিই তোমার প্রথম হবো…

লেপ্টে যাওয়া শাড়ির মতো —

অঙ্গে তোমার জড়িয়ে রবো ……..



টিপ টিপ বৃষ্টি পরে।

একা বসে আছি ঘরে।

তুমি আছো কেমন করে।

জানাও আমায় SMS করে।

তোমার কথা মনে করে।

মেসেজ দিলাম সেন্ড করে।



ভালোবেসে করিনি কোনো ভুল

তোমায় দিবো আজকে গোলাপ ফুল

ফুলের মতো সুন্দর তোমার ওই মন

আগলে রাখবো আমি সারাক্ষন



মন বলে কিছু কথা,

হৃদয়ে আছে গাঁথা,

মনের মাঝে লুকিয়ে আছে না বলা অনেক বেথা,

যদি সময় থাকে শুনে নিও আমার কিছু কথা..

আমি এখন বড্ড একা…



টিপ টিপ বৃষ্টি পরে।

একা বসে আছি ঘরে।

তুমি আছো কেমন করে।

জানাও আমায় SMS করে।

তোমার কথা মনে করে।

মেসেজ দিলাম সেন্ড করে।



আজ মন চাইছে তোমার কাছে ছুটে যেতে

আজ মন চাইছে তোমাকে কাছে পেতে

জানিনা আবার কবে দেখা হবে

দূরে থেকেও আমাদের ভালোবাসা অমর হয়ে রবে



সবুজ বনের ছোট্ট পাখি,

অবুঝ তার মন.

কেউ জানেনা জগৎ জুড়ে

কে তার আপনজন.

আপন মনে ঘুরে বেড়ায়

নীল্ আকাশের বুকে.

তাইতো নিজে দুখী হয়েও,

সুখী সবার চোখে………..



“তােমারি ভাবিয়া বসিয়া

বসিয়া কাঁদি যে সারাক্ষণ।

নাই বা দিলে দেখা তুমি,

SMS দিতে পারনি কি এতক্ষণ?”



আজ একটা কথা তোমাকে খুব বলতে ইচ্ছে করছে

কি করে তোমায় বলবো বুঝতে পারছি না

আমি সারাজীবন তোমার সাথেই থাকবো

আমি সারাজীবন শুধু তোমাকেই ভালোবাসবো




আজকের এই দিন গুলো কাল সৃতি হয়ে যাবে,

মনের খাতায় কোনো পাতায় লেখা হয়ে রবে।

কালকে এই পাতা গুলো একটু উল্টে দেখো,

আবছা সব সৃতির মাঝে আমায় খুঁজে পাবে…..




“আমার হার্টের অবস্থা খুব

মারাত্মক,

তাই ডাক্তার বলেছে যে

মাত্র দুটো রাস্তা আছে।

হয় তুমি আমাকে দেখাে,

অথবা আমি তােমাকে দেখি।”



যদি এটা সামান্য তবু গ্রহণ করো আমার এই ফুল

সারাজীবন পাশে থাকবো, বুঝবো না তোমায় কখোনো ভুল

শক্ত করে তোমার হাতটা ধরে ধরে রাখবো

এভাবেই সারাজীবন তোমাকে আগলে রাখবো



হারিয়ে গেছে অনেক কিছু –

সকাল থেকে রাত,

হারিয়ে গেছে পাশা পাশি আঁকড়ে ধরা হাত.

হারিয়ে গেছে প্রথম প্রেমে টুকরো হওয়া মন,

চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতোজন।



“দূরে গেলে তুমি,

হারিয়ে যাবাে আমি।

ভালােবাসি তােমায়,

বােঝনা কেন তুমি।

ছােট্ট এই জীবনে,

একটাই শুধু চাওয়া।

তােমাকে আপন করে,

আমার শুধু পাওয়া।”



এসে ছিলাম অনেক আশা নিয়ে

ফিরবো অনেক ভালোবাসা নিয়ে

আবার ফিরে আসবো তোমার কাছে

থাকবো সারাজীবন তোমার পাশে পাশে



কিছু স্বপ্ন চিরকাল থেকে যায়,

কিছু উত্তর আজো মেলেনা,

কিছু কথা আজো মনে পড়ে,

কিছু সৃতি চোখে জল আনে,

মরেও মরে না কিছু আশা,

এরই নাম ভালবাসা…….



“দিন ফুরাবে রাত ফুরাবে,

ফুরাবে ফুলের প্রান,

সমায় ফুরাবে, জীবন ফুরাবে,

ফুরিয়ে যাবে জান,

But তোমার জন্য ফুরাবে না,

আমার ভালোবাসার টান।

I LOVE YOU”



হাজার কথার মাঝে একটা মনের কথা লুকিয়ে থাকে

সব কথা মুখে বলে দেওয়া যায়না

হাজার কথার মাঝে ওই একটা কথা বুঝে নিতে হয়



যতো দুরে যাও না কেন আছি তোমার পাশে,

তাকিয়ে দেখো আকাশ পানে ঘুম যদি না আসে।

কাছে আমায় পাবে তুমি হাত বাড়াবে যেই,

যদি না পাও জানবে সেদিন আমি যে আর নেই…….


Bangla love sms for husband


ডালটি হলো সবুজ,

ফুলটি হলো লাল,

তোমার আমার ভালোবাসা

থাকবে চিরকাল।”



আজ মনটা লাগছে খুব উরু উরু

দিনটা আজ হয়েছে ভালো শুরু

আজকের শুভ দিনে তোমাকে কাছে পাবো

সারাটা দিন একসাথে হাতে হাত রেখে কাটাবো




রাতে চাঁদ, দিনে আলো.

কেন তোমায় লাগে ভালো ?

গোলাপ লাল, কোকিল কালো

সবার চেয়ে তুমি ভালো.

আকাশ নীল, মেঘ সাদা.

গোয়াল ঘরে,তুমি …..বাধা.



“আমি হলাম সাগর

তুমি হলে ঢেউ,

চুপি চুপি প্রেম করবো

জানবে নাতো কেউ।”




এই মন আজ তোমায় দিলাম

তোমার ওই মন আমি নিয়ে নিলাম

যত্ন করে রেখো আমার এই মন

আমিও আগলে রাখবো তোমার ওই মন



আমার স্বপ্ন জলধারায় তুমি,

রিমঝিম সুরে ঝরা বৃষ্টি.

আমার হৃদয় canvas জুড়ে,

তুমি আমারি অপূর্ব সৃষ্টি.



“ফুলে ফুলে সাজিয়ে রেখেছি

এই মন,

তুমি আসলে দুজন মিলে

সাজাবো জীবন।

চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা

তুমি আসলেই ডাউনলোডে দিবো

আনলিমিটেড ভালোবাসা।”



গোলাপ ফুল দিবো আমি তোমার হাতে

কাটাবো সারাদিন এক সাথে

আজ বসে বসে তোমার হাতের রেখা গুনবো

আমি বসে বসে তোমার সকল কথা শুনবো




“রাতের আকাশে অনেক তারা।

একলা লাগে তােমাকে ছাড়া।

শুধু ভাবি তােমার কথা।

কেমন আছাে আমাকে ছাড়া ?”



ভালো লাগে তোমার ওই মিষ্টি হাসি

তোমার হাসির জন্য আমি চেয়ে থাকি

ভালো লাগে তোমার ওই কাজল কালো চোখ

যখন তাকাই, ভুলে যাই আমার সকল শোক-দোখ



“পাখির ঠোঁটে চিঠি দিলাম,

তুমি খুলে পড়ো।

স্বপ্ন দেখে ভয় পেলে

হাতটা চেপে ধরো।

রাত জাগা পাখির মত

জেগে আছি আমি,

মনটা আমার জানতে চায়

কেমন আছো তুমি ?”



আজ আমরা অনেক মজা করবো

একটু কাছে এসে একটু আদর করবো

আলগা করে তোমার হাতটা ধরবো

আর বলবো, I Love You




স্কুল লাইফে তোমায় দেখি

কলেজ লাইফে প্রেম,

হাতের মাঝে উল্কি এঁকে

লিখেছি তোমার Name..




হৃদয়ে লিখেছি আমি শুধু একটা নাম

যেই নামতে জড়িয়ে আছে আমার এই প্রাণ

হৃদয়ের এই নাম কোনো দিনো মুছবে না

আমাদের ভালোবাসা কোনো দিনো ঘুচবে না



আজ ছন্দ মহলে

মিলছে দুটি মন,

মনে মনে বলবে ওরা

কথা যে সারাক্ষন,

কথার মাঝে থাকবে

গভীর ভালোবাসা,

ভালোবাসার মাঝে থাকবে

দুটি মনের বেকুলতা



একটু কাছে আসবো, একটু পাশে বসবো

তোমার চোখে চোখ রাখবো

এভাবেই সারাজীবন তোমার দিকে তাকিয়ে থাকবো

আর একটু আদর করে তোমাকে ভালোবাসবো




শুধু তুমি আছো তাই,

আমি কথা খুঁজে পাই,

দূর হতে আমি তাই,

তোমায় দেখে যাই

তুমি একটু হাসো তাই,

আমি চাঁদের মিষ্টি আলো পাই

Post a Comment

Previous Next

نموذج الاتصال